সাভারের আশুলিয়া থানা বিএনপির সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন (৫৮) মারা গেছেন। আজ রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেছেন।
এরপর রোববার রাত ৮টায় সাভারের জামসিং সায়েন্স ল্যাবরেটরি হাউজিং সোসাইটি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজের পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি সাভার পৌর এলাকার উত্তর জামসিং এ বসবাস করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাবা মরহুম আফসারউদ্দিন একই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।