গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ৪৭ লাখ টাকার হেরোইনসহ নাজমুল হক (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গতকাল শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমুল হক রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
র্যাব-১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সেভেন স্টার হোটেলের সামনে একটি দল অভিযান চালায়। এ সময় ৪৭ লাখ টাকার হেরোইনসহ নাজমুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়।
কালিয়াকৈর থানার তদন্ত ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, নাজমুল হককে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।