হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনে বাধা সৃষ্টি করলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: কামরুল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ না নিয়ে কেউ যদি বাধার সৃষ্টি করে, তাহলে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে।’ 

আজ শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল খেলার মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কামরুল ইসলাম বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি এ দেশকে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে। এই অপশক্তিকে রাজনীতি থেকে বিদায় না করে আমরা যতই শান্তি সমাবেশ করি না কেন, দেশে শান্তি ফিরে আসবে না। কারণ, তারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনোই মেনে নেয়নি, তারা সব সময় পাকিস্তানের পক্ষে ছিল।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার জন্য এরা বারবার বিদেশিদের দাওয়াত দিয়ে নিয়ে আসে। বাংলাদেশ কোনো তাবেদারি রাষ্ট্র নয়, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে গড়া এই রাষ্ট্র।’ 

এ সময় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সদস্য হুমায়ুন গনী, আওয়ামী লীগ নেতা মো. জিলহজ, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন