হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়া এলাকায় নিজ বাড়িতে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ বুধবার দুপুরে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বেলা ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর নাম—শারমিন আক্তার পপি (২০)। তিনি রাজধানীর শনিরআখড়া কাজিরগাঁও এলাকার আব্দুস সোবহানের মেয়ে। পপি শনিরআখড়া নবারুণ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

হাসপাতালে আসা শারমিনের বাবা আব্দুস সোবহান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের অন্যদের কাছ থেকে জানতে পারি শারমিনের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল ওই ছেলের সঙ্গে শারমিনের ঝগড়া হয়। সেই অভিমানে আজ দুপুরে বাসায় নিজের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁসি দেয়। দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বলেছে, সে মারা গেছে।’

এ বিষয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ‘শনিরআখড়া থেকে ওই ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, সে গলায় ফাঁস দিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু