হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়া এলাকায় নিজ বাড়িতে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ বুধবার দুপুরে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বেলা ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর নাম—শারমিন আক্তার পপি (২০)। তিনি রাজধানীর শনিরআখড়া কাজিরগাঁও এলাকার আব্দুস সোবহানের মেয়ে। পপি শনিরআখড়া নবারুণ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

হাসপাতালে আসা শারমিনের বাবা আব্দুস সোবহান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের অন্যদের কাছ থেকে জানতে পারি শারমিনের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল ওই ছেলের সঙ্গে শারমিনের ঝগড়া হয়। সেই অভিমানে আজ দুপুরে বাসায় নিজের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁসি দেয়। দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বলেছে, সে মারা গেছে।’

এ বিষয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ‘শনিরআখড়া থেকে ওই ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, সে গলায় ফাঁস দিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ