হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, তদন্তে মিথ্যা প্রমাণিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সম্পা বেগম (৩২) নামে এক গৃহবধূর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ সোমবার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও তদন্ত কমিটির প্রধান ডা. মৃন্ময় কুমার পোদ্দার এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৬এপ্রিল ডা. মৃন্ময় কুমার পোদ্দারকে সভাপতি করে ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। 

জানা গেছে, গত ৬ মার্চ উপজেলার উত্তরপাড়া (কুঞ্জবন) গ্রামের মো. বেলাল হোসেন মোল্লার স্ত্রী সম্পা বেগম ডায়রিয়ায় আক্রান্ত হলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শাওন সিকদার টুটুর চেম্বারে নিয়ে যাওয়া হয়। এখানে সম্পা বেগমের চিকিৎসা শেষে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়। এর দুই দিন পর সম্পা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পর ১০ মার্চ সম্পা বেগমের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ তাঁর মৃত্যু হয়। 

সম্পা বেগমের মৃত্যুর পরে তাঁর স্বামী বেলাল হোসেন মোল্লা ভুল চিকিৎসার অভিযোগ এনে গত ৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃন্ময় কুমার পোদ্দারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি এক সপ্তাহ তদন্ত শেষে রিপোর্ট জমা দেয়।

তদন্ত কমিটির প্রধান ডা. মৃন্ময় কুমার পোদ্দার বলেন, ডা. শাওন সিকদার টুটু ডায়রিয়ায় আক্রান্ত সম্পা বেগমকে যে চিকিৎসা দিয়েছিলেন তা সঠিক ছিল। ডায়রিয়ায় আক্রান্ত সম্পা বেগমের পূর্ব থেকেই ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। তিনি গ্লুকোজ স্বল্পতায় মারা যাননি। তিনি মারা গেছেন ব্রেনেরের ভাইরাস জনিত রোগ ও কিডনি সমস্যার কারণে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. শাওন সিকদার টুটু বলেন, ‘মো. বেলাল হোসেন মোল্লা ভুল বুঝে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছিল। তদন্ত কমিটির তদন্তে সম্পা বেগমের মৃত্যুর সঠিক কারণ উঠে এসেছে।’ 

এ নিয়ে মো. বেলাল হোসেন মোল্লার বলেন, ‘আমি যে অভিযোগ করেছিলাম মেডিকেল বোর্ডের তদন্তে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট