হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিএনপি-জামায়াত বঙ্গবন্ধুকে হত্যা করেছে: মমতাজ 

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘বিএনপি-জামায়াত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, শেখ জামালকে হত্যা করেছে, শেখ ফজিলাতুন্নেছাকে হত্যা করেছে, ছোট্ট শিশু শেখ রাসেলকে হত্যা করেছে। বিএনপি-জামায়াতকে ছাড় দেওয়া হবে না। আপনারা নৌকার সঙ্গে থাকুন, শেখ হাসিনার সঙ্গে থাকুন।’ 

আজ বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গাড়াদিয়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে মমতাজ এসব কথা বলেন। 

মমতাজ বলেন, ‘আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী। দেশ-বিদেশে ঘুরে ঘুরে শেখ হাসিনার কথা বলি, উন্নয়নের কথা বলি। সারা দেশের মানুষ আমাকে একনামে চেনেন। আমার দলের ভাইয়েরা যারা এমপি হওয়ার চিন্তা করছেন, আপনারা যদি এমপি হন তাহলে আমার মাধ্যমেই আপনাদের পরিচয় দিতে হবে। বলতে হবে আমি মমতাজ বেগমের এলাকার এমপি।’ 

বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সামসুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের সঞ্চালনায় শোক সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার, মনিরুজ্জামান হিরু, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতোয়ার রহমান প্রমুখ। 

শোক সভায় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ খান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতাউল রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির