হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় নিহত প্রার্থীর দাফন, খুনিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় নিহত হন ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া। গত বুধবার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (২৩ মে) ময়নাতদন্ত শেষে নিহত সুমন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। খুনিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু। 

নিহত সুমন মিয়া আওয়ামী লীগ নেতা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি উপজেলার চরসোবুদ্ধী ইউপি চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনের ছেলে। 

উপজেলার সিরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও মাগরিবের পর নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সুমন মিয়াকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন। 

সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু বলেন, ‘আমি ৬২ সালে আইয়ুব বিরোধী আন্দোলন ও ৬৯ নির্বাচনের পর ইয়াহিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। জাতীয় নির্বাচনে যারা আমার প্রতিপক্ষ হয়ে নির্বাচন করেছে তারাই গোপন মিটিং করে আমাকেও হুমকি দিচ্ছিল। কারও চোখ রাঙানিতে ভয় পাই না। সুমনের মতো ভালো ছেলেকে যারা হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে মাসু জুয়েল, রুবেল জড়িত। সন্ত্রাসীদের ধারায় রায়পুরা চলতে পারে না। আপনাদের কাছে অনুরোধ রুবেলের যে সন্ধান দিতে পারবে তাঁকে আমি ১ লাখ টাকা পুরস্কার দেব। প্রশাসনকে বলছি, এ ঘটনায় আপনারা যদি ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকশানে না যান, তাহলে ঢাকার সঙ্গে জেলার যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।’ 

প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে নিহত সুমন মিয়ার বাবা নাসির উদ্দীন বলেন, ‘আপনি অনেকের জন্য অনেক কিছু করেছেন। আমি বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান। আমি নিজের খেয়ে এলাকাবাসীর জন্য কামলা খাটি। প্রধানমন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার চাই।’

এদিকে এ ঘটনায় দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। এ নিয়ে জেলা জুড়ে থমথমে বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

আটকদের একজন হলেন মো. আল আমিন (২৩), অপরজনের নাম জানা যায়নি। আটকদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

রায়পুরা থানার উপপরিদর্শক আব্দুল হালিম বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

আরও পড়ুন:

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন