মুন্সিগঞ্জে সাত ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। এতে সিরাজদিখানে জনজীবনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল এখানে। তাই জরুরি কাজ সারতে অনেকেই ঘরের বাইরে বের হয়েছেন। এ সময় রাস্তায় প্রচুর রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। খোলা ছিল দোকানপাট, মার্কেট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।
সরেজমিনে দেখা যায়, সিরাজদিখানের সড়কগুলোতে প্রচুর যান চলাচল করছে। রিকশা ছাড়াও সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়িসহ গণপরিবহন চলাচল করছে। এদিন সাধারণ ছুটি না থাকায় সরকারি-বেসরকারি অফিসগুলোতে কার্যক্রম চলতে দেখা গেছে। অনেক সেবাগ্রহীতাকে সেবা নিতে দেখা গেছে।
এ ছাড়া অনেকেই বের হয়েছেন পারিবারিক ও ব্যক্তিগত কাজে। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় ছিল হাট-বাজারগুলোতে। তবে পাড়া-মহল্লার দোকানপাট খোলা ছিল সকাল থেকেই। বেলা ১১টা থেকে প্রধান প্রধান সড়কে ছিল স্বাভাবিক পরিস্থিতি। খোলা ছিল অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। এর মাঝেও উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিল পুলিশের সতর্ক অবস্থান।
আল আমিন নামের এক শ্রমিক বলেন, ‘গত এক সপ্তাহ আয় বন্ধ থাকায় আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ কাজ করতে বের হয়েছি। তবে কাজ পাইনি। এ ধরনের পরিস্থিতি বেশি দিন হলে নিম্নবিত্তদের জীবিকা নির্বাহ করা কষ্টকর হয়ে পড়বে। তাই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চাই। না হলে আমাদের না খেয়ে মরতে হবে।’
অটোরিকশাচালক রুবেল শেখ বলেন, ‘কারফিউ শিথিল হওয়ার পর থেকে হাটবাজারে প্রচুর মানুষ এসেছে। এতে আমাদের যাত্রীর সংখ্যা বেড়েছে। আয়রোজগার ভালো হচ্ছে।’
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল আছে। এ সময় জরুরি কাজ সেরে নিতে পারবেন এখানকার বাসিন্দারা। তবে বিকেল ৫টার পর থেকে কেউ বাইরে থাকতে পারবেন না, কেউ থাকলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।