হোম > সারা দেশ > ফরিদপুর

‘জেলখানা আরও বাড়ান সাহেব, আসছে ফাল্গুন হব দ্বিগুণ’

ফরিদপুর প্রতিনিধি

‘জেলখানা আরও বাড়ান সাহেব, আসছে ফাল্গুন হব দ্বিগুণ’সহ নানান স্লোগান দিয়ে ফরিদপুরে মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সারা দেশে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুমের প্রতিবাদে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন।

আজ বুধবার সকাল ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ চত্বর থেকে মিছিল বের করে। এ সময় ঢাকা-বরিশাল সড়কে বিক্ষোভ করেন এবং নানান স্লোগানে মুখরিত করে তোলেন। তাঁরা ‘গ্রেপ্তার বাণিজ্য বন্ধ করো’, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ’, ‘যদি তুমি রুখে দাঁড়াও, তবেই বাংলাদেশ’, ‘রক্তের দাগ শুকায় নাই’, ‘সম্পদের হিসাব পরে, লাশের হিসাব আগে’ বলে স্লোগান দেন। পরে ওই সড়কের শামসুল উলূম মাদ্রাসা এলাকায় গিয়ে শেষ হয়।

এতে সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

মিছিলে ১০ সমন্বয়ক নেতৃত্ব দেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন— জাহিদুল ইসলাম, ইমন, মাহফুজ, সামিউল, মালিহা রেজা, ফাহিম কথা, মাহিয়া জান্নাত, নুসরাত জাহান, বিভা সরকার ও সাইফুল ইসলাম।

এ বিষয়ে সমন্বয়ক ফাহিম কথা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মেডিকেল কলেজ থেকে একটি মিছিল বের করি। পরে ঢাকা-বরিশাল মহাসড়কের শামসুল উলুম মাদ্রাসা এলাকায় গিয়ে পুলিশ আসার খবর পেয়ে শেষ করি।’

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত