হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার নাঈমের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পরিবারে সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে আট মাস আগে দেশ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নাঈম নামে এক যুবক। সেখানে গিয়ে তিনি কাজ করে বাড়িতে টাকা পাঠানোও শুরু করেছিলেন। তাঁকে ঘিরে স্বপ্ন বুনছিল পরিবার। সেই স্বপ্নের শুরুতেই একটি খবরে অন্ধকার নেমে আসে পরিবারটিতে। সৌদি আরবে কাজ থেকে ফেরার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাঈম।

নাঈম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের চালিয়াগোপ গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি মেজো। গত রোববার সৌদি আরবে কাজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। 

পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ নাঈম নামের ওই প্রবাসীর মৃত্যুর খবর আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

নাঈমের বাবা শহীদ মিয়া বলেন, ‘ছেলের মৃত্যুতে আমরা শোকাহত। অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। এমন হবে জানতে পারলে কখনোই বিদেশে পাঠাতাম না।’ ছেলের লাশ দ্রুত দেশে ফেরত আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি। 

নাঈমের বাবা আরও জানান, আট মাস আগে ধারদেনা করে ছোট ছেলে নাঈমকে সৌদি আরবে পাঠানো হয়। এর পর থেকে নিয়মিত সেখানে তিনি কাজ করে বাড়িতে টাকা পাঠাতে শুরু করেন। এতে ধীরে ধীরে ধারদেনা পরিশোধ করতে থাকে পরিবার। এরই মধ্যে গত রোববার বিকেলে কাজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নাঈম। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তাঁর। গতকাল সোমবার দুপুরে সৌদি আরব থেকে ফোন করে পরিবারকে নাঈমের মৃত্যুর খবরটি জানানো হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির