হোম > সারা দেশ > ফরিদপুর

বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না খালিদের

ফরিদপুর প্রতিনিধি

নিহত খালিদ মাতুব্বর। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের নগরকান্দায় বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের বালিয়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মাতুব্বর (১৪) উপজেলার মধ্যবালিয়া গ্রামের বেলায়েত মাতুব্বরের ছেলে ও নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আহত ফেরদৌস মাতুব্বর (১৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইরানুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নগরকান্দা সরকারি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করে একটি মোটরসাইকেলে চেপে জয়বাংলা যাচ্ছিল খালিদ মাতুব্বরসহ তিন বন্ধু। মোটরসাইকেল চালাচ্ছিল ফেরদৌস মাতুব্বর এবং মাঝে বসা ছিল খালিদ। এ ছাড়া পেছনে অপর এক কিশোর বসা ছিল। তাঁরা দ্রুত গতিতে চালিয়ে জয়বাংলার দিকে যাচ্ছিল। এ সময় বালিয়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনার পর অটোরিকশা চালক দ্রুত পালিয়ে যান।

এসআই ইরানুল ইসলাম বলেন, নিহতের মাথা তার শরীর থেকে প্রায় ২০০ গজ দূরত্বে থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, কিশোরের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন