হোম > সারা দেশ > নরসিংদী

মগ্ন হয়ে দেখছিল নতুন ট্রেন, আরেক ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই কিশোরের

নরসিংদী প্রতিনিধি

নতুন রং করা একটি মালবাহী ট্রেন রেললাইনে দাঁড়িয়ে মগ্ন হয়ে দেখছিল দুই কিশোর। এ সময় পেছন দিক থেকে আসা একটি কমিউটার ট্রেনের নিচে পড়ে প্রাণ হারাল তারা।

আজ বৃহস্পতিবার সকালে নরসিংদীর রায়পুরায় হাঁটুভাঙা রেলস্টেশনের পূর্ব পাশে উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো— উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের মো. দ্বীন ইসলামের ছেলে জোবায়েদ মিয়া (১১) ও আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের মো. কাউসার মিয়ার ছেলে সিয়াম মিয়া (১০)। সিয়ামের মায়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে সাহপুর নানার বাড়িতে থাকতো। তারা দুজন বন্ধু এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

দুই কিশোরের স্বজন ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আম কুড়ানোর ছলে আজ সকালে বাড়ির কাউকে কিছু না জানিয়ে তারা হাঁটতে বের হয়। পরে তারা হাঁটুভাঙ্গা স্টেশন সংলগ্ন রেললাইনে যায়। ওই সময় ডাউন লাইন দিয়ে মালবাহী একটি নতুন রং করা দৃষ্টিনন্দন কন্টেইনার ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দুজন একসঙ্গে আপলাইনের ওপর দাঁড়িয়ে ওই ট্রেনের ছুটে যাওয়া দেখছিল। একই সময় বিপরীত দিক থেকে আপলাইন ধরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। দুই কিশোর মগ্ন হয়ে ট্রেন দেখছিল। এ সময় তিতাস কমিউটার ট্রেনের নিচে জুবায়েদ কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা খণ্ড বিখণ্ড দেহ দেখতে পান। সজোরে ধাক্কা খেয়ে রেললাইনের পাশেই ছিটকে পড়ে সিয়াম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, দুই কিশোর আপলাইনে দাঁড়িয়ে ছুটে যাওয়া মালবাহী ট্রেন দেখছিল। এ সময় আপলাইন ধরে ছুটে আসা তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল