হোম > সারা দেশ > মানিকগঞ্জ

চাপ নেই আরিচা-পাটুরিয়া ঘাটে, যানবাহনের অপেক্ষায় ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি

ঈদের বাকি মাত্র দুই দিন। অথচ যাত্রীবাহী যানবাহনের চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে। গতকাল বুধবার সকালের দিকে ছোট যানবাহন ও মোটরসাইকেলের কিছুটা চাপ থাকলেও আজ সেটাও নেই। যাত্রী ও যানবাহন না থাকায় লঞ্চ ও ফেরিগুলো অনেকটা ফাঁকা রেখে নদী পার হচ্ছে।

ঘাট কর্তৃপক্ষ বলছে, আজ ভোর থেকে পদ্মা ব্রিজ হয়ে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় মোটরসাইকেলের চাপ পাটুরিয়ায় কমে গেছে। ফলে গতকালের মতো কোনো ধরনের ভোগান্তি ছাড়া নদী পার হয়ে বাড়ি যাচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-আরিচা ফেরি ঘাটে এমনিতে যানবাহন পারাপার অনেকটা কমে গেছে।

এরপর ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সব ঘাট সচল রাখাসহ দুই ঘাটে ছোট-বড় ২৭টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যে কারণে যাত্রীরা ঘাটে আসামাত্র নদী পার হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে।

এদিকে আজ ভোর থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত পচনশীল পণ্য ছাড়া সব ধরনের মালবাহী যানবাহন পারাপর বন্ধ রাখার কথা থাকলেও যাত্রীবাহী যানবাহন না থাকায় মালবাহী ট্রাক পার করা হচ্ছে। 

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া থেকে দৌলতদিয়া ও আরিচা থেকে কাজীরহাট নৌপথ হয়ে নদী পার হয়েছে ৫৭৭টি যাত্রীবাহী বাস, ৮৬২টি মালবাহী ট্রাক, ১ হাজার ৫৩১টি প্রাইভেট কার ও ২ হাজার ৫০০ মোটরসাইকেল।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট