মানি লন্ডারিংয়ের মামলায় লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এসংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।
তবে পাসপোর্ট জমা রাখা এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না বলে তাঁকে শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে লেকহেড গ্রামার স্কুলের টাকা অন্যত্র স্থানান্তর করতে পারবেন না বলেও শর্ত দিয়েছেন আদালত।
এদিকে এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। খালেদ হাসান মতিনের পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল করিম।