হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

রাজবাড়ী প্রতিনিধি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে রাজবাড়ী জেলা বিএনপি। 

আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি আজাদী ময়দান পেরিয়ে রাস্তায় আসতেই পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করে তারা। এ সময় জেলার বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক  লিয়াকত আলী বলেন, ‘নির্বাচনের আগে সারা দেশে ২৫ হাজার বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির মহাসচিব জেল খানায়। এভাবে নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না। বিএনপিকে বেধে রেখে, জেলে রেখে নির্বাচন করেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। আমরা রাজপথের সৈনিক। আমরা জেল জুলুম ভয় পাই না। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করি নাই।’ 

লিয়াকত আলী আরও বলেন, ‘২০২৩ সালের ২৮ অক্টোবর আমি পল্টনে ছিলাম। আমাকে বিনা কারণে তুলে নিয়ে যায় পুলিশ। এক রাতের মধ্যে সারা দেশের ২৫ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বাংলার মাটিতে প্রহসনের নির্বাচনের বিচার হবে। বর্তমান সংসদে ৬৬৪ জন সংসদ সদস্য। এটা সংবিধান পরিপন্থী। আমরা এই অবৈধ সংসদ মানি না।’ 

এ সময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্যসচিব কামরুল আলম এবং সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  রেজাউল করিম পিন্টু।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন