হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে স্কুলব্যাগে ভরে ককটেল নিয়ে যাওয়ার সময় যুবক আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে স্কুলব্যাগে করে ককটেল নিয়ে যাওয়ার সময় নাসির কাজী (২৬) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে আটক করা হয় তাঁকে। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটক নাসির কাজী কুমিল্লা জেলার বাচ্চু কাজীর ছেলে। 

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের গোয়েন্দা পুলিশ গোপন সংবাদ পায় কালকিনির ফাঁসিয়াতলা এলাকায় ককটেল নিয়ে একজন আসছেন। সেখানে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালালে স্কুলব্যাগে ভর্তি ককটেল উদ্ধার করা হয়। এ সময় স্কুলব্যাগ বহনকারী নাসির কাজীকে আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। অভিযানে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা-পুলিশও অংশ নেয়। 

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জেনেছি, আটক নাসির দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ককটেল, হাতবোমাসহ দেশীয় অস্ত্র এনে বিক্রি করতেন। তবে স্কুলব্যাগে কতগুলো ককটেল আছে এখন বলা সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল এলে ককটেলের সংখ্যা বলা যাবে। তাদের খবর দেওয়া হয়েছে। পরে এগুলো নিষ্ক্রিয় করা হবে।’

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ