হোম > সারা দেশ > ঢাকা

কর্মকর্তার অপসারণ দাবিতে পোশাকশ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি পোশাক কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এতে প্রায় সাত ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা ওই কর্মকর্তার বাড়িতে ভাঙচুর চালিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কের পলাশবাড়ী এলাকায় গিল্ডান অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শাহরিয়ার গার্মেন্টসের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। বেলা ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বিক্ষোভরত শ্রমিকেরা জানান, কয়েক দিন আগে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারণসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেন শ্রমিকেরা। পরে মালিকপক্ষ সব দাবি মেনে নিলে কাজে যোগ দেন তাঁরা। কিন্তু কয়েক দিন অতিবাহিত হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার ভঙ্গ করে তাইজুল ইসলামকে পুনরায় কারখানায় যোগদান করায়। আজ ওই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।

কারখানাটির অপারেটর আতিকুর রহমান বলেন, ‘আমাদের ভাতা অর্ধেক দিত। বাকি অর্ধেক তারা নিয়ে নিত। বিভিন্ন ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট বা স্টাফ যারা আছেন ,এখানে সবারই চারটা-পাঁচটা করে বাড়ি আছে। একজন সাধারণ স্টাফ এত বড় বড় বাড়ি কীভাবে করতে পারে? আমাদের টাকা আত্মসাৎ করে এই বাড়িগুলো করছে। আমাদের সবার একটাই দাবি, আমরা তাইজুলের চাই না, তাইজুলের পদত্যাগ চাই।’

শ্রমিক বৃষ্টি খাতুন বলেন, ‘ডিরেক্টর তাইজুল টাকা চুরি করেন, পিকনিকের টাকা চুরি করে পোলার বিয়ে দেন, বাড়িঘর করেন। তিনি আমাদের সবকিছু চুরি করেন। আমাদের পরিশ্রমের মূল্য তিনি দেন না। তিনি থাকলে আমরা কোনো উন্নতি করতে পারব না।’

এদিকে, সড়ক অবরোধের মধ্যে সকাল ১০টার দিকে কারখানা থেকে অদূরে বসুন্ধরা এলাকায় গিয়ে কর্মকর্তা তাইজুলের ৯তলা বাড়িতে হামলা চালায় প্রায় ২০০-৩০০ মানুষ। সেই কর্মকর্তার দাবি, হামলাকারীদের মধ্যে শ্রমিকেরাও ছিলেন। তাইজুল বলেন, ‘তারা বাড়িতে এসে বাড়ির গেট ভেঙে ফেলেন। একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করেন। ওই সময় আমি বাড়িতে ছিলাম না। ভাঙচুর চালিয়ে তারা ফিরে যায়।’ হামলায় প্রায় সাত-আটজন আহত হয়েছেন বলেও জানান তাইজুল ইসলাম।

শ্রমিকের অভিযোগ অস্বীকার করেছেন তাইজুল ইসলাম। তিনি জানান, কারখানা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেন, তিনি মেনে নেবেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিল্প পুলিশ-১–এর এএসপি মহিউদ্দিন মিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা সাড়ে ৮টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। এখনো যান চলাচল বন্ধ। শ্রমিকদের দাবি একজন কর্মকর্তার পদত্যাগ। আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি।’

সড়কে যান চলাচল বন্ধ থাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী, বাইপাইলসহ ইপিজেড এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন