হোম > সারা দেশ > ঢাকা

কর্মকর্তার অপসারণ দাবিতে পোশাকশ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি পোশাক কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এতে প্রায় সাত ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা ওই কর্মকর্তার বাড়িতে ভাঙচুর চালিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কের পলাশবাড়ী এলাকায় গিল্ডান অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শাহরিয়ার গার্মেন্টসের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। বেলা ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বিক্ষোভরত শ্রমিকেরা জানান, কয়েক দিন আগে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারণসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেন শ্রমিকেরা। পরে মালিকপক্ষ সব দাবি মেনে নিলে কাজে যোগ দেন তাঁরা। কিন্তু কয়েক দিন অতিবাহিত হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার ভঙ্গ করে তাইজুল ইসলামকে পুনরায় কারখানায় যোগদান করায়। আজ ওই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।

কারখানাটির অপারেটর আতিকুর রহমান বলেন, ‘আমাদের ভাতা অর্ধেক দিত। বাকি অর্ধেক তারা নিয়ে নিত। বিভিন্ন ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট বা স্টাফ যারা আছেন ,এখানে সবারই চারটা-পাঁচটা করে বাড়ি আছে। একজন সাধারণ স্টাফ এত বড় বড় বাড়ি কীভাবে করতে পারে? আমাদের টাকা আত্মসাৎ করে এই বাড়িগুলো করছে। আমাদের সবার একটাই দাবি, আমরা তাইজুলের চাই না, তাইজুলের পদত্যাগ চাই।’

শ্রমিক বৃষ্টি খাতুন বলেন, ‘ডিরেক্টর তাইজুল টাকা চুরি করেন, পিকনিকের টাকা চুরি করে পোলার বিয়ে দেন, বাড়িঘর করেন। তিনি আমাদের সবকিছু চুরি করেন। আমাদের পরিশ্রমের মূল্য তিনি দেন না। তিনি থাকলে আমরা কোনো উন্নতি করতে পারব না।’

এদিকে, সড়ক অবরোধের মধ্যে সকাল ১০টার দিকে কারখানা থেকে অদূরে বসুন্ধরা এলাকায় গিয়ে কর্মকর্তা তাইজুলের ৯তলা বাড়িতে হামলা চালায় প্রায় ২০০-৩০০ মানুষ। সেই কর্মকর্তার দাবি, হামলাকারীদের মধ্যে শ্রমিকেরাও ছিলেন। তাইজুল বলেন, ‘তারা বাড়িতে এসে বাড়ির গেট ভেঙে ফেলেন। একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করেন। ওই সময় আমি বাড়িতে ছিলাম না। ভাঙচুর চালিয়ে তারা ফিরে যায়।’ হামলায় প্রায় সাত-আটজন আহত হয়েছেন বলেও জানান তাইজুল ইসলাম।

শ্রমিকের অভিযোগ অস্বীকার করেছেন তাইজুল ইসলাম। তিনি জানান, কারখানা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেন, তিনি মেনে নেবেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিল্প পুলিশ-১–এর এএসপি মহিউদ্দিন মিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা সাড়ে ৮টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। এখনো যান চলাচল বন্ধ। শ্রমিকদের দাবি একজন কর্মকর্তার পদত্যাগ। আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি।’

সড়কে যান চলাচল বন্ধ থাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী, বাইপাইলসহ ইপিজেড এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে