বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. গালিব আহসান খান মারা গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তিনি মারা যান।
অধ্যাপক গালিব আহসান করোনা আক্রন্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান খান ২০১৫-১৭ সালের জন্য ইউজিসি প্রফেসর মনোনীত হন।
অধ্যাপক গালিব আহসানের মৃত্যুতে পৃথক শোক বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মসিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন রশিদ।