হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে এক হিমাগারে ২৮ লাখ ডিম মজুত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া একটি কোল্ডস্টোরেজে মজুত ২৮ লাখ ডিম। খবর পেয়ে গতকাল রোববার অভিযান পরিচালনা করে এর সত্যতা পায় জেলা ভোক্তা-অধিকার অধিদপ্তর। এ সময় ডিমগুলো দ্রুত বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়। 

জানা গেছে, উপজেলার বড় আজলদী এলাকায় এগারোসিন্দুর কোল্ডস্টোরেজে জয়নাল মিয়া নামে এক ব্যবসায়ী আড়াই লাখ ডিম মজুত করে রাখেন। এ ছাড়া রাজধানীর তেজগাঁওয়ের মো. ইউনুস মিয়ার ৬৬ হাজার ডিম মজুত রয়েছে। 

এ বিষয়ে কোল্ডস্টোরেজের ব্যবস্থাপক আলতাফ হোসেন বলেন, ‘আমাদের কোল্ডস্টোরেজে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ২৮ লাখ ডিম মজুত আছে। আজকে ভোক্তা-অধিকার অধিদপ্তর আমাদের নির্দেশ দিয়েছে দ্রুতই ডিম ব্যবসায়ীরা যাতে নিয়ে যায়, সেই ব্যবস্থা করার জন্য। আমরাও দ্রুতই ব্যবসায়ীদের ডিম কোল্ডস্টোরেজ থেকে নিয়ে যাওয়ার কথা জানিয়েছি।’ 

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, ‘ডিমের বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে ব্যবসায়ীরা জেলার পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের এগারোসিন্দুর কোল্ডস্টোরেজে মজুত করে। এমন খবরে কোল্ডস্টোরেজে অভিযান পরিচালনা করে এর সত্যতা প্রমাণিত হয়। ডিম যাতে দ্রুতই বাজারজাত করা হয় এই নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় কোল্ডস্টোরেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২