নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তিন বছর পর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত কমিটিতে দেখা গেছে, কমিটিতে আগে থেকেই নির্বাচিত রয়েছেন সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। মন্ত্রী গাজীর ছেলে গোলাম মর্তুজা গাজী পাপ্পা সহসভাপতি এবং স্ত্রী হাসিনা গাজী সদস্য হিসেবে পদলাভ করেছেন। কমিটিতে মোট ৯ জনকে সহসভাপতি ও তিনজনকে যুগ্ম-সম্পাদক করা হয়েছে। এ ছাড়া অন্যান্য পদে রয়েছেন আরও ২২ জন। সদস্য পদে রয়েছেন ৩৫ জন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চারজন সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রে ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।’
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ১৬ জুলাই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সম্মতিক্রমে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে সভাপতি ও রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে কমিটি গঠন করা হয়েছিল।