হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ৩ বছর পর পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তিন বছর পর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত কমিটিতে দেখা গেছে, কমিটিতে আগে থেকেই নির্বাচিত রয়েছেন সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। মন্ত্রী গাজীর ছেলে গোলাম মর্তুজা গাজী পাপ্পা সহসভাপতি এবং স্ত্রী হাসিনা গাজী সদস্য হিসেবে পদলাভ করেছেন। কমিটিতে মোট ৯ জনকে সহসভাপতি ও তিনজনকে যুগ্ম-সম্পাদক করা হয়েছে। এ ছাড়া অন্যান্য পদে রয়েছেন আরও ২২ জন। সদস্য পদে রয়েছেন ৩৫ জন। 

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চারজন সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রে ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।’ 

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ১৬ জুলাই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সম্মতিক্রমে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে সভাপতি ও রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে কমিটি গঠন করা হয়েছিল।

‘ছোট ভাই প্রোটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত