হোম > সারা দেশ > ঢাকা

সাভারে কারখানার লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি

সাভার (ঢাকা): ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় লিফট দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৩২) নামের এক লিফট অপারেটর নিহত হয়েছেন। আজ রোববার সকালে সাভারের বিরুলিয়া রোডের আজিম গ্রুপের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ী থানার দীন ইসলামের ছেলে। তিনি স্ত্রী, সন্তান নিয়ে সাভারের মাশরুম উন্নয়ন কেন্দ্রের কোয়ার্টারে থেকে ওই কারখানায় কাজ করতেন।

ওই কারখানার শ্রমিকেরা জানান, জহিরুল ইসলাম সকালে প্রতিদিনের মতো কারখানায় গিয়ে লিফট অপারেট করছিলেন। এ সময় কারখানার তৃতীয় তলা থেকে লিফটটির ক্যাবল ছিঁড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আজিম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. সিরাজ মিয়া বলেন, `আমি রাস্তায় আছি। কারখানায় একটি দুর্ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে কেউ মারা গেছে কি না, জানি না।'

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন বলেন, ওই ভবনে লিফট দুর্ঘটনায় নিহত হয়েছেন এক শ্রমিক। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিস্তারিত পরে জানানো হবে।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল