হোম > সারা দেশ > গাজীপুর

নিখোঁজের ২ দিন পর সিঁড়িতে পলিথিনে মোড়ানো শিশুর লাশ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর পলিথিনে মোড়ানো ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মহানগরীর হরিণাচালা এলাকায় জনৈক মজিবর খানের বাড়ির সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুর নাম বাইজিদ হোসেন। সে কুষ্টিয়ার কুমারখালি থানার বানিয়াপাড়া গ্রামের খালেদ মাহমুদ রাসেলের ছেলে। তার বাবা গাজিপুরের কোনাবাড়ী একটি পোশাক কারখানায় চাকরি করেন।

পুলিশ জানায়, গত শনিবার বিকেলে বাসা থেকে নিখোঁজ হয় শিশু বাইজিদ। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তারা বাবা কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ডায়েরির সূত্র ধরে শিশুর বাবাকে সঙ্গে নিয়ে পুলিশ কোনাবাড়ী ও কাশিমপুরে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান করতে পারেনি। আজ সোমবার ভোরে তাদের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার সিঁড়িতে শিশুটির মরদেহ পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে ওই বাড়ির বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ তাদের বাসার সিঁড়িতে ফেলে যায়।

এ ব্যাপারে জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান