আশুলিয়া (সাভার): আশুলিয়ায় সবজি খেত থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকার একটি সবজি খেত থেকে অজ্ঞাত পরিচয়ের ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানান, এনায়েতপুর এলাকার একটি সবজি খেতে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি দেখে স্থানীয়রা থানা-পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে হত্যাকারীরা মরদেহটি গুম করার উদ্দেশ্যে ওই সবজি খেতে ফেলে যেতে পারে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফি উল্লাহ বলেন, আমরা স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এই ঘটনায় কারা জড়িত বা কেন ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে আমরা এরই মধ্যে তদন্ত শুরু করেছি। শিগগিরই হত্যাকারীদের আমরা ধরতে সক্ষম হবো বলেও যোগ করেন এই কর্মকর্তা।