হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়া থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার

প্রতিনিধি

আশুলিয়া (সাভার): আশুলিয়ায় সবজি খেত থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকার একটি সবজি খেত থেকে অজ্ঞাত পরিচয়ের ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানান, এনায়েতপুর এলাকার একটি সবজি খেতে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি দেখে স্থানীয়রা থানা-পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে হত্যাকারীরা মরদেহটি গুম করার উদ্দেশ্যে ওই সবজি খেতে ফেলে যেতে পারে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফি উল্লাহ বলেন, আমরা স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এই ঘটনায় কারা জড়িত বা কেন ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে আমরা এরই মধ্যে তদন্ত শুরু করেছি। শিগগিরই হত্যাকারীদের আমরা ধরতে সক্ষম হবো বলেও যোগ করেন এই কর্মকর্তা।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক