হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়া থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার

প্রতিনিধি

আশুলিয়া (সাভার): আশুলিয়ায় সবজি খেত থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকার একটি সবজি খেত থেকে অজ্ঞাত পরিচয়ের ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানান, এনায়েতপুর এলাকার একটি সবজি খেতে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি দেখে স্থানীয়রা থানা-পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে হত্যাকারীরা মরদেহটি গুম করার উদ্দেশ্যে ওই সবজি খেতে ফেলে যেতে পারে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফি উল্লাহ বলেন, আমরা স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এই ঘটনায় কারা জড়িত বা কেন ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে আমরা এরই মধ্যে তদন্ত শুরু করেছি। শিগগিরই হত্যাকারীদের আমরা ধরতে সক্ষম হবো বলেও যোগ করেন এই কর্মকর্তা।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ