হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

মীর হোসেন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে মীর হোসেন (৬২) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর অটোরিকশাটি পাশের ধানখেতে পড়ে ছিল। নিহত মীর হোসেন সদর উপজেলার তারাপাশা এলাকার বাসিন্দা।

আজ রোববার দুপুরে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন মীর হোসেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করলে স্বজনেরা এসে তাঁকে শনাক্ত করেন।

ওসি আবদুল্লাহ আল মামুন আরও বলেন, নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই এই খুনের ঘটনা ঘটেছে। তবে অটোরিকশাটি পাশের একটি ধানখেতে পড়ে যাওয়ায় ছিনতাই করতে পারেনি দুর্বৃত্তরা।

ওসি বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু