হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা নিহত: বিএনপি বলছে ছাদ থেকে ফেলে হত্যা, পুলিশের দাবি পালাতে গিয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে এক বিএনপি নেতা ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুর রশীদ (৩৮)। তিনি আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ছিলেন। আজ রোববার সকালে মোহাম্মদপুর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিএনপি ও পুলিশের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে। বিএনপি বলছে, তাঁকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, বাসে আগুন দিয়ে পথচারীদের ধাওয়ায় পালাতে ছাদে উঠেছিলেন ওই ব্যক্তি। পরে লাফিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক সাংবাদিকদের বলেন, ‘আব্দুর রশীদ আদাবর থানার সাবেক যুবদল নেতা এবং বর্তমান আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক। আজ রোববার দুপুরে হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে তাঁকে হত্যা করেছে।’ 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের সামনে পরিস্থান পরিবহন নামে একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দেন এক ব্যক্তি। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। দুজন দগ্ধ হন। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে পথচারীরা ধাওয়া করেন। ওই ব্যক্তি দৌড়ে মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কের একটি নির্মাণাধীন ভবনে উঠে যায়। সেখানে লোকজন তাঁকে ঘেরাও করলে ওই ব্যক্তি লাফিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

তিনি বলেন, নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম আব্দুর রশীদ। গ্রামের বাড়ি নাটোরে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯