স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটির প্রথম দিন সকালে যে যেভাবে পারছে বাড়ির পথ ধরছে।
আজ শুক্রবার সকালে ঢাকার অন্যতম প্রবেশমুখ গাবতলীর আমিনবাজার ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, বাড়ি ফেরার জন্য শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। বাসের টিকিট না পেয়ে লোকাল বাস ও পিকআপ-ট্রাকে চড়ে বসছে অনেকে। গাড়ির চাপে সড়কে তৈরি হয়েছে যানজট। গাবতলী মোড়ে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা গাড়ি নিয়ন্ত্রণের পাশাপাশি রাস্তায় দাঁড়ানো মানুষ সরাতে ব্যস্ত।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মো. শাহিন। তিনি বলেন, ‘গতকাল শেষ অফিস ছিল। আজ ছুটি শুরু হয়েছে। আগে টিকিট কেটে রাখিনি। কাউন্টারে কোনো বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। কোনো বাস বা অন্য কোনো গাড়িতে যাওয়ার চেষ্টা করব।’
গাবতলী পুলিশ বক্সের ট্রাফিক পরিদর্শক (টিআই) কামরুল ইসলাম বলেন, সকাল থেকে মানুষ আর গাড়ি সমানে সামলাতে হচ্ছে। গাড়ি না পেয়ে রাস্তায় মানুষ ভিড় করায় তাদের সরাতে হচ্ছে।
মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করছেন কি না, জানতে চাইলে টিআই কামরুল বলেন, ‘ঢাকার বাইরে যাওয়া মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার জন্য আমাদের আলাদা টিম রয়েছে।’