হোম > সারা দেশ > গাজীপুর

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন—মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে শামীম (১৮) ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানার গোলাদিপাড় গ্রামের মো. আব্দুল সামাদের ছেলে আবুল কাসেম (২১)। তাঁরা দুজনই মুরগিবোঝাই পিকআপের হেলপার। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়েছেন। 

মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় দেওয়ান সিএনজি পাম্প সামনে টাঙ্গাইলগামী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। শুক্রবার ভোর ৪টার দিকে একই লেনে টাঙ্গাইলমুখী একটি মুরগিবোঝাই পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। 

এতে মুরগিবোঝাই পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপের চালক ছাড়াও দুই হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপের হেলপার শামীম ও আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান