হোম > সারা দেশ > গাজীপুর

তাবলিগের সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি

মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে গত ১৮ ডিসেম্বর রাতে বিবদমান দুপক্ষের হামলা-সংঘর্ষে তিন মুসল্লি নিহতের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুয়াজ বিন নূরকে আদালতে হাজির করে। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

নূর ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি সাদপন্থীদের মুখপাত্র হিসেবে পরিচিত এবং জুবায়েরপন্থীদের করা হত্যা মামলার ৫ নম্বর আসামি। গত শুক্রবার ভোরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, টঙ্গীর ইজতেমা মাঠে তিন খুনের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মামলার ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁকে হাজির করা হলে আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন আদালত।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট