হোম > সারা দেশ > ঢাকা

গ্রিন ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালিত

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. গোলাম সামদানী ফকির বলেন, বঙ্গবন্ধু হত্যার বিষয়টি বাংলাদেশ তো বটেই, বিশ্বের কেউ-ই মেনে নিতে পারেননি। রাজনৈতিক ব্যক্তিকে হত্যা নজিরবিহীন নয়; কিন্তু স্বজন-পরিজনসহ এমনকি ১০ বছরের ছোট শিশু রাসেলকে হত্যা কল্পনাতীত ঘটনা।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ২০০৪ সালে বিবিসি বাংলা জরিপ করে বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ঘোষণা করে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। যে বাঙালির পূর্বসূরি হিসেবে এমন তিনজন মহান ব্যক্তি রয়েছেন, সেই বাঙালির কখনো পথ হারানো উচিত না। দুঃখজনক হলেও সত্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই ভুলটিই জাতি করেছিল। 

এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য খাজা ইফতেখার উদ্দিন আহমেদের সভাপতিত্বে সাবেক উপাচার্য মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন ফারহানা হেলাল মেহতাব, ডিন মোহাম্মদ তারিক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুব সরওয়ার। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. শহীদুল্লাহ্ অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু