হোম > সারা দেশ > ঢাকা

স্টেট ইউনিভার্সিটিতে বাসে বসা নিয়ে দ্বন্দ্বে দফায় দফায় সংঘর্ষ, ২৫ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাসে বসা নিয়ে দ্বন্দ্বে বেসরকারি স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় শাখার শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর ক্লাস শেষে আইন বিভাগ, সিএসই ও ফার্মেসি বিভাগের জিগাতলা এলাকার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে করে ফিরছিলেন। এ সময় বাসে সিট পাওয়া নিয়ে সিএসই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আইন বিভাগের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে ফার্মেসি ও সিএসই বিভাগের শিক্ষার্থীরা আইন বিভাগের শিক্ষার্থীদের মারধর করে। 

শিক্ষার্থীরা জানিয়েছেন, এ ঘটনার পর গত ৮ সেপ্টেম্বর আইন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে গেলে তাঁদের আবারও মারধর করেন ফার্মেসি বিভাগের কিছু শিক্ষার্থী। পরে আইন বিভাগের ক্লাস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

আইন বিভাগের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. চৌধুরী মফিজুর রহমানের সঙ্গে দেখা করেন। উপাচার্য তাঁদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। উপাচার্যের সঙ্গে দেখা করে ফেরার পথে আবারও আক্রমণের শিকার হন আইন বিভাগের শিক্ষার্থীরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জিয়াউল হক জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। ঘটনার সুষ্ঠু সমাধান করা হবে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ