হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে ভিড়েছে ভারতের প্রমোদতরি গঙ্গা বিলাস 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভারতের বেনারস থেকে ছেড়ে আসা পর্যটকবাহী প্রমোদতরি গঙ্গা বিলাস নারায়ণগঞ্জের সোনারগাঁ এসে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সোনারগাঁয়ের মেঘনা নদীসংলগ্ন বৈদ্যের বাজার ঘাটে নোঙর করে ‘গঙ্গা বিলাস’। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর পোর্ট অফিসার শরীফ। প্রমোদতরিতে ইউরোপের ২৮ জন পর্যটক রয়েছেন। এর বাইরে তরির মালিক ও গাইডসহ ৪৪ জন ক্রু রয়েছেন। 

প্রমোদতরির পর্যটন গাইড মোহাম্মদ বাকী আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ঘাটে নোঙর করার পর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আমাদের রিসিভ করেন। সকালে পর্যটকেরা জাহাজ থেকে নেমে প্রথম পানামনগর এবং পরে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পর্যটকেরা মেঘনা নদী ও পানাম নগরের সৌন্দর্য উপভোগ করেছেন।’ 

আগামীকাল সোনারগাঁ থেকে পর্যটকেরা টাঙ্গাইল ও রংপুর হয়ে ভারতের আসামের উদ্দেশে রওনা হবেন বলে জানান তিনি। 

প্রমোদতরিতে থাকা পর্যটকদের নিরাপত্তার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান উল ইসলাম বলেন, ‘বিআইডব্লিউটিএর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে জাহাজের নিরাপত্তার বিষয়ে। পাশাপাশি নৌ পুলিশ, থানা-পুলিশ, কোস্ট গার্ড নিরাপত্তায় তদারকি করছে।’ 

পর্যটকদের মধ্যে জার্মানের এক নাগরিক বলেন, ‘আমরা চমৎকার পরিবেশের মাধ্যমে দুটি দেশের সৌন্দর্য উপভোগ করছি। এখানকার আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে। নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট ভালো।’ 

গঙ্গা বিলাসের চেয়ারম্যান রাজ সিং বলেন, ‘সোনারগাঁ আসার পথে আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। পর্যটকেরা বেশ ভালো উপভোগ করছে পুরো সময়।’ 

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ভারতের বেনারস থেকে যাত্রা শুরু করে গঙ্গা বিলাস। ৩ ফেব্রুয়ারি জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। ৫১ দিনের এই ভ্রমণে বাংলাদেশে জাহাজটি ১৬ দিন অবস্থান করবে। এই ভ্রমণে ২৭টি নদীতে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে প্রমোদতরিটি। পাশাপাশি প্রায় ৫০টি ট্যুরিস্ট স্পট পরিদর্শন করবেন পর্যটকেরা।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি