রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে পিকআপ গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম হুমায়ুন কবির (৬৩)। আজ রোববার দুপুর ১২টার দিকে বিমানবন্দর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হুমায়ুন কবিরের বাড়ি কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইউসুফপুর গ্রামে। বর্তমানে চট্টগ্রামের বদ্দারহাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
তিনি পেশায় ক্যানটিন ব্যবসায়ী ছিলেন। বিমানবন্দরেও তাঁর একটি ক্যানটিনের ব্যবসা আছে। সেই ব্যবসা দেখাশোনা করার জন্য তিনি ট্রেন করে প্রায় সময় চট্টগ্রাম থেকে ঢাকায় আসতেন। তাঁর আত্মীয় খোরশেদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে বিমানবন্দর গোলচত্বর ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তি পিকআপ গাড়ির ধাক্কায় আহত হন। পরে পথচারীরা তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আলামিন কাউছার অপু জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।