হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির ডাকা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টের সামনে এই মিছিল হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকেরা মিছিলটি বের করেন। নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি তোলার পাশাপাশি সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে দেশব্যাপী হরতালের সমর্থনে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। আমাদের দাবি উপেক্ষা করে এই সরকার জোর করে নির্বাচন করে আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে চাইছে। তবে এবার আমরা সেই সুযোগ দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।’

সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, ‘সকালে মহাসড়কে কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা আমরা জানি না। তবে মহাসড়কে মিছিল বের করেছিল শুনেছি। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। যেকোনো নাশকতা এড়াতে আমরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছি।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’