হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির ডাকা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টের সামনে এই মিছিল হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকেরা মিছিলটি বের করেন। নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি তোলার পাশাপাশি সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে দেশব্যাপী হরতালের সমর্থনে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। আমাদের দাবি উপেক্ষা করে এই সরকার জোর করে নির্বাচন করে আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে চাইছে। তবে এবার আমরা সেই সুযোগ দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।’

সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, ‘সকালে মহাসড়কে কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা আমরা জানি না। তবে মহাসড়কে মিছিল বের করেছিল শুনেছি। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। যেকোনো নাশকতা এড়াতে আমরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছি।’

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন