হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মিডিয়া সচিব গ্রেপ্তার: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সাধারণ সম্পাদক ও মিডিয়া সচিবকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার ভোরের দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-২। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ সিনিয়র সহকারী মিডিয়া কর্মকর্তা মো. ফজলুল হক। 

তিনি জানান, ২০২০ সালের ৬ মার্চ ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকার হকার্স মার্কেট এলাকায় হিযবুত তাহরীরের মিডিয়া সচিব (সাধারণ সম্পাদক) ও শীর্ষ পর্যায়ের জঙ্গি নেতা হাফেজ মাওলানা মামুনুর রশিদ ওরফে মামুনের (৫৩) নেতৃত্বে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১–এর একটি দল অভিযান চালিয়ে বেশ কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়। ওই সময় মামুন কৌশলে পালিয়ে যান। 

এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। মামলার পলাতক আসামি হাফেজ মাওলানা মামুনুর রশিদ ওরফে মামুনকে (৫৩) গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা চলছি। এরই ধারাবাহিকতায় র‍্যাব-২–এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি বিশেষ দল আজ ভোরের দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে মামুনকে (৫৩) গ্রেপ্তার করে। 

ফজলুল হক আরও জানান, মামুন এজাহার ও চার্জশিটভুক্ত পলাতক আসামি। তিনি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে উগ্র জঙ্গিবাদী বই ও প্রচারপত্র বিলি করে নতুন সদস্য সংগ্রহ করতেন। তিনি হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার–বিরোধী লিফলেট বিতরণ ও মিছিলের নেতৃত্ব দিয়ে থাকেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট