হোম > সারা দেশ > টাঙ্গাইল

যমুনা সেতুতে পরপর দুর্ঘটনা, ২০ কিলোমিটার যানজটে দুর্ভোগ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক থেকে শনিবার সকালে তোলা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে যমুনা সেতুর ওপর পরপর কয়েকটি দুর্ঘটনায় চার-পাঁচটি যানবাহন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সেতু পূর্ব টোলপ্লাজা এলাকা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গ ও ঢাকাগামী যাত্রী ও চালকেরা। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ।

যমুনা সেতু পূর্ব থানা ও সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে যমুনা সেতুর ওপর ও মহাসড়কের সেতু পূর্ব থানা এলাকায় পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চার থেকে পাঁচটি যানবাহন বিকল হয়ে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখতে হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরাতে সময় লাগায় যানজট দীর্ঘ হয়।

শনিবার (১৪ জুন) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত সরেজমিনে যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা, গোলচত্বর, ইব্রাহীমাবাদ ও জোকারচর এলাকায় দেখা যায়, সড়কে থেমে থেমে চলছে যানবাহন। তীব্র গরমে দীর্ঘ যানজটে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। তবে সকাল ৮টার পর থেকে কিছুটা স্বস্তি মেলে, গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। ধীরগতিতে যানবাহন চলছে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।’

যমুনা সেতু থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার রাতের সংঘর্ষে পিকআপ ও ট্রাকের দুর্ঘটনার পর থেকেই সেতু এলাকায় যানজট তৈরি হয়। প্রায় ২০ কিলোমিটারজুড়ে গাড়ির ধীরগতি দেখা যায়। আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।’

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক থেকে শনিবার সকালে তোলা। ছবি: সংগৃহীত

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘পরপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর উভয় অংশে কয়েক দফায় সাময়িকভাবে টোল আদায় বন্ধ রাখা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো দ্রুত অপসারণের পর টোল আদায় আবার চালু করা হয়। আশা করছি, কিছু সময়ের মধ্যেই যানজট পুরোপুরি কমে আসবে।’

রায়েরবাজারে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর ‎

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ