হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় নাশকতার অভিযোগে ২০১৮ সালে করা মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মো. আলাউদ্দিন, শওকত, মো. পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহম্মেদ রানা, হাজি ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পি, ফজলুল হক মনি, হাজি মো. নাজিম উদ্দিন ও মো. সোবহান।

রায়ে দণ্ডবিধির ১৪৭ ধারায় প্রত্যেককে এক বছরের কারাদণ্ড ও দণ্ডবিধির ৩৫৩ ধারায় পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ায় দুই বছর করে কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।

ওই আদালতের বেঞ্চ সহকারী মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি থানা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনি সমাবেশ করে পুলিশের ওপর হামলা করে এবং পুলিশের সরকারি কাজে বাধা সৃষ্টি করে। জনমনে ভীতির সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড