হোম > সারা দেশ > টাঙ্গাইল

ইমোতে প্রেম, সাক্ষাতে ধর্ষণ

টাঙ্গাইল (ঘাটাইল) প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রেমের সম্পর্ক হওয়ার পর প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক নারী (২৪)। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে। 

ধর্ষিতা নারী এ ব্যাপারে ঘাটাইল থানায় মামলা করলে অভিযুক্ত আব্দুর রহমান (৩৩) কে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর ছয় বছর আগে বিয়ে হয়েছিল। তার একটি পুত্র সন্তান আছে। পুত্র সন্তানকে নিয়ে সে বাবার বাড়িতেই থাকত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুর রহমান নামে এক প্রবাসীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে পরিচয় হয় ওই নারীর। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসে প্রেমিক আব্দুর রহমান দেশে আসেন। তাঁদের মধ্যে মোবাইলে যোগাযোগ থাকলেও সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। গত ২৫ সেপ্টেম্বর বিয়ে সংক্রান্ত আলোচনার কথা বলে রহমান ওই নারীকে মধুপুর উপজেলা সদরে নিয়ে আসে। সেখান থেকে তাকে ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে বন্ধু তুলা মিয়ার বাড়িতে নিয়ে আসে। ওই দিন দুপুর বেলায় ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে রহমান তাকে ধর্ষণ করে। 

ধর্ষণের অভিযোগে ওই নারী আজ বৃহস্পতিবার সকালে আব্দুর রহমানকে আসামি করে ঘাটাইল থানা মামলা করেন। মামলার পর ঘাটাইল উপজেলা সদর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির