হোম > সারা দেশ > ঢাকা

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রকি (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে কামরাঙ্গীরচরের মাতবর বাজার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রুবেল জানান, কামরাঙ্গীরচরের মাতবর বাজার এলাকার এসহাক মেম্বার গলিতে রকিদের নিজেদের বাড়ি। তাঁর বাবার নাম আমান। রকি পেশায় তেমন কিছুই করেন না। টাকা-পয়সা লেনদেন নিয়ে পলাশ নামে এক যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয় রকির। একপর্যায়ে পলাশ ধারালো ছুরি দিয়ে রকিকে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত হন রকি। পরে তাঁকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে কামরাঙ্গীরচর এলাকা থেকে ওই ব্যক্তিকে প্রতিবেশীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক ঘোষণা করেন। তাঁর বাঁ বুকের পাশে ও হাতে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

রাজধানীর বসুন্ধরায় মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন