হোম > সারা দেশ > ঢাকা

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রকি (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে কামরাঙ্গীরচরের মাতবর বাজার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রুবেল জানান, কামরাঙ্গীরচরের মাতবর বাজার এলাকার এসহাক মেম্বার গলিতে রকিদের নিজেদের বাড়ি। তাঁর বাবার নাম আমান। রকি পেশায় তেমন কিছুই করেন না। টাকা-পয়সা লেনদেন নিয়ে পলাশ নামে এক যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয় রকির। একপর্যায়ে পলাশ ধারালো ছুরি দিয়ে রকিকে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত হন রকি। পরে তাঁকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে কামরাঙ্গীরচর এলাকা থেকে ওই ব্যক্তিকে প্রতিবেশীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক ঘোষণা করেন। তাঁর বাঁ বুকের পাশে ও হাতে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ