হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে পুড়ল ক্ষুদ্র ব্যবসায়ীর মূলধন

গাজীপুরের শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে ফুটপাতের কাঁচামাল ব্যবসায়ীর ৬৫ হাজার টাকা পুড়ে গেছে। গতকাল বুধবার রাতে শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. জুয়েল মিয়া পৌরসভার লোহাগাছ গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর বাজারের ফুটপাতে কাঁচামালের ব্যবসা করেন।

জুয়েল মিয়া বলেন, গতকাল বুধবার বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন তাঁর মা চুলার পাড়ে বসে আগুন পোহাচ্ছেন। তখন তিনিও আগুন পোহাতে বসেন। এরপর তাঁর মা ঘরে চলে যান। কিছুক্ষণ পর তিনি ঘরে ফিরে পকেটে হাত দিয়ে দেখেন টাকা নেই। দৌড়ে চুলার কাছে গিয়ে দেখেন টাকাগুলো আগুনে পুড়ছে।

জুয়েল মিয়া আরও বলেন, ‘এরপর তড়িঘড়ি করে পোড়া টাকা ওঠাতে শুরু করি। টাকা ওঠানোর আগেই বেশির ভাগ টাকা পুড়ে যায়। কিছু টাকা অর্ধেকের বেশি পুড়ে যায়। আমার মূলধন ৬৫ হাজার টাকা পলিথিনে মোড়ানো ছিল। টাকা পুড়ে যাওয়ায় আমি এখন সর্বস্বান্ত।’

শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহিদ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটপাতের কাঁচামাল ব্যবসায়ীর মূলধন আগুনে পুড়ে যাওয়ার খবরটি আমি জেনেছি। চেষ্টা করছি, তাঁর পাশে দাঁড়িয়ে কীভাবে তাঁকে সহযোগিতা করতে পারি।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। খোঁজখবর নিয়ে দেখছি।’

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর