হোম > সারা দেশ > ঢাকা

বর্ণিল রঙে সেজেছে জুরাইন ফ্লাইওভারের পিলার ও দেয়াল

শ্যামপুর ও কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

পাল্টে গেছে রাজধানীর জুরাইন ফ্লাইওভারের চিত্র। নানান রঙে রাঙানো হয়েছে ফ্লাইওভারের পিলার ও দেয়াল। শুধু তাই নয়, এখানে শিক্ষার্থীরা এঁকেছেন নানা আলপনা। লিখেছেন অনেক উপদেশমূলক বাণী। তবে নেই রাজনৈতিক দলের কোনো নেতার ছবি, নেই রাজনৈতিক স্লোগান। 

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-মাওয়া সড়কের জুরাইন এলাকার ফ্লাইওভারের নিচে রয়েছে কয়েকটি মোটা পিলার এবং চারদিকে রয়েছে কয়েকটি নিচু দেয়াল। এসব পিলার ও দেয়ালে রং দিয়ে নানা আলপনা ও ছবি এঁকেছেন কয়েকশ ছাত্র-ছাত্রী। পিলারে তাঁরা শহীদ মিনার ও গ্রামগঞ্জের অনেক চিত্র তুলে ধরেছেন। এখানে লেখা রয়েছে ‘এখানে প্রস্রাব করা নিষেধ’, ‘নামাজ কায়েম করুন’, ‘মানুষের চেয়ে নহে কিছু বড় নহে কিছু মহীয়ান’ ইত্যাদি উপদেশমূলক বাণীও। 

গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা এই ফ্লাইওভারের নিচে কয়েক বছরের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। বন্ধ হয়েছে পাবলিকের প্রস্রাব করা। ফলে ফ্লাইওভারের নিচের অংশ হয়েছে চকচকে ও দূর হয়েছে প্রস্রাবের দুর্গন্ধ। 

শিক্ষার্থী সুমন বলেন, ‘এত দিন ফ্লাইওভারের নিচের পিলার ও দেয়ালে এবং এর আশপাশে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গিয়েছিল। সৌন্দর্য হারিয়েছিল ফ্লাইওভারের পরিবেশ। তাই আমরা এসব পরিষ্কার করে পিলার ও দেয়ালে সৌন্দর্য বর্ধনে রং দিয়ে বিভিন্ন ধরনের ছবি ও আলপনা আঁকছি। তবে আমরা কোনো দলের হয়ে কাজ করছি না বা কোনো রাজনৈতিক স্লোগানও লিখছি না।’ 

আরেক শিক্ষার্থী শায়লা বলেন, ‘আমাদের আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এসব সমাজ সেবামূলক কাজ করছি। কিন্তু জানি না আমরা চলে গেলে এসব ঠিক থাকবে কিনা। তবে আমরা পর্যায়ক্রমে এখানকার এই ফ্লাইওভারের সব পিলার ও দেয়াল রাঙাব।’ 

এলাকার বাসিন্দা জামান বলেন, এত দিন ফ্লাইওভারের নিচে ময়লা-আবর্জনায় নোংরা হয়ে ছিল। সে সঙ্গে প্রস্রাবের দুর্গন্ধে নাক চেপে হাঁটতে হতো। এখন আর সেসব নেই। পাল্টে গেছে এখানকার চেহারা। কিন্তু এটা কত দিন থাকে, সেটাই দেখার বিষয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে