হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন ৩ দেশের রাষ্ট্রদূত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালের সেবা কার্যক্রমসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তিন দেশের রাষ্ট্রদূত। 

আজ শনিবার সকালে তাঁরা সড়ক পথে কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছান। পরিদর্শনে এসেছিলেন ঢাকাস্থ সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ভন লিনডে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভন লিওয়েন ও ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ম্যাট ক্যানেল। 

সকাল ১০টায় রাষ্ট্রদূতেরা কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে সেখানে তাঁদের স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়। 

কুমুদিনী পুরাতন লাইব্রেরিতে চা পান শেষে রাষ্ট্রদূতেরা দানবীর রণদা প্রসাদ সাহা ও তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখেন। পরে কুমুদিনী হাসপাতালের সেবা কার্যক্রম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, ভারতেশ্বরী হোমস, ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। 

পরে তাঁরা দানবীর রণদা প্রসাদ সাহার পৈতৃক বাড়ি মির্জাপুর গ্রাম পরিদর্শন করেন। এ সময় রাজীব প্রসাদ সাহা, অধ্যাপক ডা. আব্দুল হালিম, ডা. প্রদীপ কুমার রায়, দানবীর রণদা প্রসাদ সাহার প্রপৌত্র রুদ্র প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের ডিজিএম অনিমেষ ভৌমিক উপস্থিত ছিলেন। 

বিকেলে রাষ্ট্রদূতেরা ঢাকার উদ্দেশে রওনা হন।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন