হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বিস্ফোরক মামলায় পাকুন্দিয়ার বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিস্ফোরক আইনে করা পুলিশের করা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিনের জন্য আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক সায়েদুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহিন আলম জনি, যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ সম্রাট ও পৌর বিএনপি সদস্য মো. গোলাপ মিয়া। 

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিনে থাকা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মী আজ দুপুরে কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। এর মধ্যে ১৫ জনের জামিন বহাল থাকলেও চারজনের জামিন না মঞ্জুর হয়। 

এ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন চার নেতা-কর্মীর জামিন না হওয়ার তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘২০২২ সালের ৪ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে আমিসহ ২৪ জনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মিথ্যা মামলা দায়ের করে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে গত ১১ ডিসেম্বর উচ্চ আদালত থেকে আমরা জামিন নিই। ওই মামলায় আজ সোমবার দুপুরে ১৯ জন কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করি। এ সময় বিচারক চারজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির