হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বিস্ফোরক মামলায় পাকুন্দিয়ার বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিস্ফোরক আইনে করা পুলিশের করা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিনের জন্য আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক সায়েদুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহিন আলম জনি, যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ সম্রাট ও পৌর বিএনপি সদস্য মো. গোলাপ মিয়া। 

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিনে থাকা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মী আজ দুপুরে কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। এর মধ্যে ১৫ জনের জামিন বহাল থাকলেও চারজনের জামিন না মঞ্জুর হয়। 

এ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন চার নেতা-কর্মীর জামিন না হওয়ার তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘২০২২ সালের ৪ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে আমিসহ ২৪ জনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মিথ্যা মামলা দায়ের করে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে গত ১১ ডিসেম্বর উচ্চ আদালত থেকে আমরা জামিন নিই। ওই মামলায় আজ সোমবার দুপুরে ১৯ জন কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করি। এ সময় বিচারক চারজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট