হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ছাঁটাই বন্ধ ও মামলা বাতিলের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম এলাকায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ছাঁটাই বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।

ইউরোটেক্স লিমিটেডের শ্রমিকেরা আজ বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ঢাকা ও নারায়ণগঞ্জ উভয়মুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তির শিকার যাত্রীরা হেঁটেই রওনা হন গন্তব্যস্থলে।

শ্রমিকেরা জানান, কারখানা থেকে শ্রমিক ছাঁটাই বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেন। বিকেল ৫টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি একই কারখানার শ্রমিকেরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড় অবরোধ করেন। প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর আলোচনার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়। কিন্তু আলোচনায় সমাধান না আসায় গতকাল আবার অবরোধ করেন শ্রমিকেরা।

এ বিষয়ে শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক সেলিম বাদশা বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার, লে-অফ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। তাঁদের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ