হোম > সারা দেশ > ঢাকা

সৌদি ফেরত ছেলেদের আনতে গিয়ে মায়ের মৃত্যু, আহত ৫ 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সৌদি আরব ফেরত ছেলেকে বাড়ি আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা আম্বিয়া বেগম (৬০) মারা যান। এ সময় গাড়িতে থাকা পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকার মুন ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত মা আম্বিয়া বেগম কুমিল্লা জেলা বুড়িচং থানা কংশনগর এলাকার সুলতান আহমেদের স্ত্রী। সৌদি আরব ফেরত জসিম ও দুলালকে নামের দুই ছেলে, পুত্রবধূ ও নাতনিকে আনতে যান তিনি। গিয়ে নিহত হন।

আহতরা হলেন, ছেলে দুলাল মিয়ার ছেলে সবুজ (২০), মেয়ে রিয়া মনি (১০), বাবা সুলতান আহমেদ,  গাড়িচালক ইউসুফ, তাদের আত্মীয় অলি মিয়া। 

স্থানীয় ও আহতরা জানান, আজ সকাল ৬টায় কুমিল্লা বুড়িচং থেকে যাত্রা করে গজারিয়ার বালুয়াকান্দি মুন ফিলিং স্টেশনের পূর্ব পাশে গাড়ি থামিয়ে অবস্থান করে একটি মাইক্রোবাস। একই সময়ে পেছন দিক থেকে সিমেন্ট মিক্সার গাড়ি মাইক্রোবাসটিকে ধাক্কায় দেয়। এ সময় মাইক্রোবাসটি ভেঙে যায় এবং গাড়িতে থাকা পাঁচজন যাত্রী আহত হন। 

আহত সবুজ জানান, রাস্তার পাশে দোকান সংলগ্ন গাড়ি থামিয়ে দাদা সুলতান আহমেদ গাড়ি থেকে নামেন। এমন সময় সিমেন্ট মিক্সার গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার দাদি নিহত হন এবং গাড়িতে থাকা সকল যাত্রী আহত হন। আহত সবুজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবেরচর হাই ওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় গাড়িচালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত উভয় গাড়ি ভবেরচর হাইওয়ে থানার হেফাজতে আছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত