হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে ভাগনের ছুরিকাঘাতে মামা খুন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে ভাগনের ছুরিকাঘাতে আব্দুল জলিল (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ক্যারম খেলা নিয়ে পুরোনো দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। গতকাল শনিবার ইফতারের আগমুহূর্তে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধরা বাজারে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার শোলাকুড়ি ইউনিয়নের গিলগাইছা বাজারে ক্যারম খেলার সময় শিহাব উদ্দিন ও নোমান মিয়ার সঙ্গে তাঁদের মামা আব্দুল জলিলের বিরোধ বাদে। এই ঘটনার জের ধরে হাতাহাতি থেকে মারামারি হয়। এ সময় ভাগনে পক্ষের লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি আপস মীমাংসার জন্য আলোচনা চলছিল।

গতকাল শনিবার ইফতারের পূর্বমুহূর্তে আব্দুল জলিল হরিণধরা বাজারে মোটরসাইকেলে পেট্রল নিচ্ছিলেন। এ সময় তাঁর দুই ভাগনে শিহাব ও নোমান তাঁর ওপর হামলা চালায়। তাঁদের ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন আজকের পত্রিকাকে বলেন, আব্দুল জলিল খুনের ঘটনায় তাঁর ভাই খলিলুর রহমান বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা