প্রতারণার মামলায় গ্রেপ্তার এবি ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিএমডি) আব্দুর রহমানকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত তাঁকে জামিন দেন।
গুলশান থানা-পুলিশ আজ মঙ্গলবার বিকেলে আব্দুর রহমানকে আদালতে হাজির করে। আসামি পক্ষ জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত আসামিকে জামিন দেন।
জামিন আদেশ দেওয়ার পর আব্দুর রহমানকে আদালত থেকেই মুক্তি দেওয়া হয়।
এর আগে আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
বজলুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা হয়। ওই মামলায় আব্দুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।