হোম > সারা দেশ > ঢাকা

করোনায় মারা যাওয়া মহাসিনের স্বজনদের খুঁজছে ঢামেক কর্তৃপক্ষ

প্রতিনিধি, ঢামেক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ৮০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন মহাসিন (৪৮) নামের এক ব্যক্তি। আজ রোববার দুপুরের ২১ নম্বর বেডে তাঁর মৃত্যু হয়। ভর্তির পর তাঁদের সঙ্গে দুজন স্বজন থাকলেও মৃত্যুর পরে তাঁদের খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢামেকের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, ভর্তি কাগজে দেখা যায়—গতকাল বিকেলে ফারুক নামের একজনসহ দুজন মিলে এই রোগীকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে। ভর্তির সময় এই রোগীকে করোনায় আক্রান্ত বলা হয়। তাঁরা কিছু কাগজপত্রও কর্তব্যরত চিকিৎসককে দেখিয়েছিল। পরে মহাসিনকে ভর্তি দেয় চিকিৎসকেরা। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে ওই রোগী মারা যায়। কিন্তু মৃত্যুর পর তাঁদের আর হাসপাতালে পাওয়া যাচ্ছে না। ভর্তি ফাইলে ঠিকানা দেওয়া আছে মিরপুর দারুস সালাম। মোবাইল নম্বরও দেওয়া আছে ফারুকের। কিন্তু সেই নম্বরটিও বন্ধ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন ভবনের করোনা ইউনিটে এক রোগী মারা গেছে। মৃত্যুর পরে তার স্বজনদের খোঁজ পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ভর্তির ফাইলের মোবাইল নম্বরটিও বন্ধ দেখাচ্ছে।

হাসপাতালের প্রশাসনিক ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর জানান, সন্ধ্যা পর্যন্ত ওই মৃত ব্যক্তির কোন স্বজনকে খুঁজে পাওয়া যায়নি।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ