দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিসহ পাঁচ আসামিকে আদালতে নিয়েছে সিআইডি। আজ শুক্রবার দুপুরে তাঁদেরকে আদালতে আনা হয়। এই মুহূর্তে তাঁদের সিএমএম কোর্টের হাজতখানায় রাখা হয়েছে।
আদালতে নেওয়া আসামিরা হলেন পরীমণি, আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মৌ ও রাজের সহযোগী সবুজ।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে দুপুর ২টার পর এই মামলার শুনানি শুরু হবে।
পরীমণিসহ কাউকেই নতুন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে না বলে জানিয়েছে সিআইডি। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বলেন, ‘প্রত্যেকেই দুই দফা রিমান্ডে ছিলেন। তাঁদের রিমান্ড শেষ হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন না হওয়ায় তাঁদের আর রিমান্ড আবেদন না করেই আদালতে নেওয়া হয়েছে।
তবে সিআইডির কাছে থাকা মামলার অপর অভিযানে গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীর এখনো সিআইডির রিমান্ডে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।