হোম > সারা দেশ > ঢাকা

বিরোধিতা সত্ত্বেও নর্থ সাউথের দুই বিভাগে কমিটি দিল ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি

 বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) বিরোধিতা সত্ত্বেও কমিটি নিয়ে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। নর্থ সাউথ ইউনিভার্সিটি শাখায় বিভাগভিত্তিক আরও দুটি কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—আগামী ১ (এক) বছরের জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্তর্গত বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগ ছাত্রলীগ এবং ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হলো। 

বিশ্ববিদ্যালয়টির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগে টি এইচ রাজিনকে সভাপতি ও মো. আজমান হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি হলেন তাহসিমুল ইসলাম নাহিন ও মুহতাহি আহাম্মেদ অভি, যুগ্ম-সাধারণ সম্পাদক আবরার জাহিন ও তাবাসসুম বিনতে হাবিব হিয়া, সাংগঠনিক সম্পাদক ইমন তালুকদার ও মোহাম্মদ জিহাদ। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগে তানকেম আহমেদ জিসানকে সভাপতি, সাধারণ সম্পাদক করা হয় ইসরাত হৃদিকে। সেখানে সহসভাপতি হিসেবে সৈকত সরকার, মাহমুদুর রশিদ সাকিব, মো. তাকবীরুল ইসলাম, খন্দকার আব্দুল্লাহ মিজাব, যুগ্ম-সাধারণ সম্পাদক তীর্থ মজুমদার, আবির হোসাইন, মো. সুজা উদ্দিন সামি, তানভীর ইসলাম, তাসিন রেশাদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন জাহিদ হাসান সজিব, নব্য অর্ঘ্য গুহ, সৈয়দ ফাওযান হোসাইন। 

এর আগে বিশ্ববিদ্যালয়টির ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ, আইন বিভাগ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগে কমিটি গঠন করে ছাত্রলীগ। ২০২২ সালের সেপ্টেম্বরে ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠন। সে সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) বিরোধিতা করে একটি চিঠিও দিয়েছিল। চিঠিতে উল্লেখ ছিল, ট্রাস্টের অধীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মূলত সেশনজটমুক্ত অলাভজনক ও অরাজনৈতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি করা যাবে কি না, তা বিশ্ববিদ্যালয়ের নিয়মে নির্ধারিত হবে। 

দেশে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯টিতে কমিটি রয়েছে ছাত্রলীগের। বিশ্ববিদ্যালয়ের কমিটি বা ইউনিটগুলোর তত্ত্বাবধান করার জন্য ২০২২ সালের নভেম্বর মাসে ২৩ সদস্যের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটিও গঠন করে এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক ও একাধিক উপসম্পাদকও রয়েছে।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন