হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে চিপসের ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক ও কেরানীগঞ্জ প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে চিপসের একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাহপুর পলাশপুর এলাকায় ধলেশ্বরী ১ নম্বর সেতুসংলগ্ন আমিন করপোরেশন নামে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭ ইউনিট। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানাটিতে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে চিপসের প্যাকেট তৈরি করা হয়। সন্ধ্যায় কারখানাটিতে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বলেন, ‘কেরানীগঞ্জে টিনশেডের একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে হতাহতের ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয় জানা যায়নি।’ 

কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা কারখানার ভেতরে কারও আটকে থাকার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা করছে।

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন